হবিগঞ্জের মাধবপুরে ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগে বেনু মাধব রায় নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) বিকেলে মাধবপুর পৌর শহরের শ্যামলী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বেনু মাধব রায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের মৃত বিধু ভূষণ রায়ের ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদ-উল্ল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর, মারধর ও অগ্নিসংযোগের ঘটনায় বেনু মাধব রায় সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। এছাড়া বর্তমান সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে গোপনে সন্ত্রাসীদের সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।’
Comments