নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছোট কৈলাটি এলাকায় নির্মাণাধীন দুর্যোগ আশ্রয়কেন্দ্রের কাজে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে। ইট, বালি, পাথর থেকে শুরু করে নির্মাণ সামগ্রীর মানে রয়েছে বড় ধরনের ত্রুটি, এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা। প্রায় ৭ কোটি ৩৯ লক্ষ ২৭ হাজার ৪৮৫ টাকার এই কাজ টিতে কোন কিছুই ঠিক নেই। ঢালাইয়ের ভিতর কোন রড নেই। ২০২৩ সালের এই কাজ টি ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকায় এখন নিজেদের মতো শেষ করার জন্য তাড়াহুড়ো করছে বলেও জানায় এলাকাবাসী।
আজ সকালে এই আশ্রয়কেন্দ্রে কাজ করতে গিয়ে স্থানীয় এক রাজমিস্ত্রি পুরনো ঢালাই ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন। তার একটি পা ভেঙে গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, এই আশ্রয় কেন্দ্রটি এখন আশ্রয়ের বদলে মরণকেন্দ্রে পরিণত হচ্ছে।
ইঞ্জিনিয়ার অফিসের কর্মকর্তাদের দায়িত্বহীনতার অভিযোগ এনে তারা জানান, অফিসের লোকজন একবার এসে বলেন বালু-পাথর ভালো নয়, আবার কিছুদিন পর এসে বলেন সব ঠিক আছে।
কৈলাটি গ্রামের আরাধন মিয়া বলেন,আমি ঢালাইটি শক্ত জেনে ওপরে উঠেছিলাম কিন্তু এটি যে ভেঙে যাবে তা বুঝতে পারি নি।
স্থানীয়রা অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
এই ব্যপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বলেন, আমি এখানে ছিলাম না। শুনেছি একটি দূর্ঘটনা ঘটেছে। আমি গিয়ে দেখবো যদি সঠিক কাজ না হয়ে থাকে তাহলে যেভাবে সঠিক হয় সে ভাবেই করবো।
বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়েদ উল্লাহ খান বলেন, বিষয়টি শুনেছি। আমি সরেজমিনে গিয়ে দেখবো। যদি কোন অনিয়ম পাওয়া যায় তাহলে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থ নেওয়া হবে।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান বলেন, আমি আপনাদের মাধ্যমে দূর্ঘটনার বিষয়টি শুনেছি। এখানে কাজ তদারকির জন্য সার্ক্ষণিক একজন ইঞ্জিনিয়ার থাকার কথা রয়েছে। আমি আজকেই ঘটনাস্থলে গিয়ে দেখবো কোন অনিয়ম পাওয়া গেছে আইনী ব্যবস্থা নেয়া হবে।




Comments