Image description

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১) এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের ফেনীর ফুলগাজী উপজেলার হাসানপুর গ্রামের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাড়ির আশপাশে বাড়তি সতর্কতা জোরদার করেছে পুলিশ।

ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জেলার সর্বত্র আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি, টহল ও অবস্থান নিশ্চিত করেছে।’


স্থানীয়রা জানান, রায় ঘোষণার পরপরই হাসানপুর এলাকায় পুলিশের উপস্থিতি বৃদ্ধি পায়। বিচারপতির গ্রামের বাড়ির সামনে ও প্রবেশপথে দায়িত্ব পালন করছেন ইউনিফর্মধারী পুলিশ সদস্যরা।

জেলা প্রশাসন জানায়, পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।