Image description

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—নবীনগর পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ও আলমনগর গ্রামের বাসিন্দা দলিল লেখক নূর আলম এবং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ওয়ারুক গ্রামের বাসিন্দা দুলাল মিয়া। বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম। 

ওসি জানান, গত বছরের ৫ আগস্ট উপজেলার শিবপুর ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।