Image description

দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা-উপজেলা-সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন আজ থেকে শুরু। ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থীরা স্কুলে ভর্তির সুযোগ পাবেন।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) ভর্তির নিয়মাবলি প্রকাশ করেছে।

নিয়মাবলিতে বলা হয়েছে, ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে https://gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

অনলাইনে ঘরে বসেই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তির আবেদনের ফি ১০০ টাকা। টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে ফি পরিশোধ করতে পারবেন। লটারির সম্ভাব্য তারিখ ১৪ ডিসেম্বর। এরপর ১৭ থেকে ২১ ডিসেম্বর ভর্তি চলবে।

এবারও ভর্তির ক্ষেত্রে দুটি অপেক্ষমান তালিকা থাকবে। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম অপেক্ষমান তালিকা থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।