Image description

বাবার কাছে দামি মোটরসাইকেল চেয়ে না পাওয়ায় নিজ বাড়িতেই পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন ইমন আলী (২২) নামের এক যুবক। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত ইমনকে আটক করেছে।

ইমন আলী হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি উত্তরপাড়া এলাকার হাসেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ইমনের বাবা হাসেম আলী একটি গ্লাস ফ্যাক্টরিতে চাকরি করেন। গত কয়েক মাস ধরে ইমন বাবার কাছে 'সুজুকি জিক্সার' বাইক কেনার বায়না ধরেন। দাবি না মানায় এক মাস আগে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তিনি। বৃহস্পতিবার বাবা-মা বাড়িতে ফিরলে তাঁদের ভয় দেখাতে ইমন বাড়ির উঠানে বিস্ফোরণ ঘটান।

দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ জানান, অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।