Image description

দুর্নীতি, হালাল, হারাম ও মাদক বিষয়ক সংক্রান্ত অভিযোগের বিষয় গুলো মসজিদের ইমাম খতিবদের উপস্থাপন করতে হবে। বেসরকারি মসজিদের ইমাম-খতিব খাদেমদের জাতীয় পে-স্কেলের আওতায় সম্মানী দিতে আহ্বান জানান ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন। 

তিনি  শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন, কুমিল্লা আয়োজিত ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, দেশের আলেমদের নিরাপত্তার স্বার্থে ধর্ম মন্ত্রণালয় আপনাদের পাশে থেকে কাজ করছে। আমি ধর্ম উপদেষ্টা হওয়ার পূর্বে হাটহাজারী মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলাম। দেশের প্রত্যন্ত অঞ্চলের ইমাম খতিব ও খাদেমরা যেন নির্যাতনের শিকার না হয় তাতে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন সর্বাদা প্রস্তুত থাকবেন। ইমাম ও খতিবরা হচ্ছেন সামাজিক শক্তির প্রতীক,এদের সম্মান করা আমাদের মানবিক দায়িত্ব। ইমাম ও খতিবদের থেকে সামাজিক দূরত্ব বাঁধ সৃষ্টি করা যাবে না। দেশের মডেল মসজিদের ইমাম,খতিব ও খাদেমদের বেতন বাড়ানোর কাঠামো নতুন ভাবে তৈরি করা হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে মডেল মসজিদের ইমাম খতিব ও খাদেমদের নতুন বেতন কাঠামো উপহার দিবো। মসজিদের ইমাম-খতিবরা শুধু মসজিদের দায়িত্ব পালন করে থাকে না, তারা সমাজের অপকর্মগুলোর বিরুদ্ধে ভূমিকা রাখে।

শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন, কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা টাউন হল ময়দানে অনুষ্ঠিত হয়েছে জেলা–মহানগর ইমাম–খতীব সম্মেলন। এ বৃহৎ ধর্মীয় সমাবেশকে ঘিরে আয়োজকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার (হাফি.)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় খতীব ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত  কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপি সভাপতি উৎবাতুল বারী আবু, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক আশেকুর রহমান। 

দোয়া-মুনাজাত পরিচালনা করেন ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আল্লামা শাহ্ সালাহ উদ্দিন পীর সাহেব নানুপরী নানুপুরী। 

ইমাম-খতিব সম্মেলনে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর শাখার সভাপতি শায়খ আব্দুল্লাহ আল মামুন মোস্তফী, কুমিল্লা মহানগর শাখার সেক্রেটারি মুফতি কাজি আবু ইউসুফ ফারুকী, কুমিল্লা উত্তর জেলার সভাপতি মুফতি ইসরাফিল বিন আহমাদ, কুমিল্লা মহানগরের সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন ঐক্যবাদী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসাইন আবেদিসহ অন্যান্যরা।