ঝিনাইদহে মাদক সেবনকালে বাধা দেয়ায় পিত-পুত্রকে বেধড়ক মারধর করলেন মাদকসেবীরা। রোববার সকালে ঝিনাইদহ পৌরসভার মহিলা কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত গোলাম মোস্তফা ও জারিফ একই এলাকার মৃত আবুল হোসেন ও গোলাম মোস্তফার ছেলে।
থানায় এজহার সূত্রে জানাযায়, ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ার বাসিন্দা মো. গোলাম মোস্তফা। তিনি তার নিজ বাড়িতে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে। অভিযুক্ত ১। অপু (২৩) ২। জাকির (২৪) ৩। তানিয়া (৩৫) সর্বসাং ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পূর্ব পাড়ার বাসিন্দা। প্রতিদিনকার মত আজকেও সকাল সাড়ে দশটার সময় তারা সহ আরো ৮-১০ জন মাদক সেবন করে আমার বাড়ির সামনে। এমন পরিস্থিতিতে আমি বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তারা আমার উপর চড়াও হয়। একপর্যায়ে লাঠি সোটা দিয়ে আমার উপর আঘাত করতে থাকে। এরপর আমার ডাক চিৎকার শুনে আমার ছেলে জারিফ আমাকে বাঁচাতে আসে। মাদক সেবীর দল আমার ছেলের উপরেও চড়াও হয়। পরে লাঠির বাড়িতে তার শরীর চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়।
এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, এর আগে কয়েকবার করে গোলাম মোস্তফাকে মারধর বাড়িঘর উচ্ছেদেরে হুমকি দিয়েছে অভিযুক্তরা।আজ এ ঘটনার পর বাদী মোস্তফা ও তার পুত্র জারিফ ঝিনাইদহ সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ঘটনায় দ্রুত এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। অতিশীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।




Comments