Image description

খুচরা সার বিক্রেতা বাদ দেওয়া ও সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে বাগেরহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে রনবিজয়পুর প্রাইমারি স্কুল মোড়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে সার ব্যবসায়ী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে ও  শেখ সুমনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, তপন কুমার মন্ডল, খান মনোয়ার হোসেন মুন্না, মোহাম্মদ সোহেল আজম, শফিকুল ইসলাম বাদল, ফিরোজ আহমেদ, বিনয় কুমার পাল, শেখ তরিকুল ইসলাম, নারায়ন দাস, শেখ মোহন আলী, শেখ নজরুল ইসলাম, অহিদুল ইসলাম, মোহাম্মদ লহর, আঃ হালিম শেখ, জিয়াউর রহমান, মেহেদী হাসান, খান আল মামুন সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সার বিক্রেতারা। 

সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, খুচরা সার বিক্রেতাদের বাদ দিয়ে নতুন নীতিমালা প্রণয়ন হলে সার বিতরণ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারা অভিযোগ করেন, খুচরা বিক্রেতাদের মতামত ছাড়াই নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা মাঠের কৃষকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

বক্তারা আরো বলেন, দেশের কৃষি ব্যবস্থার স্বার্থে খুচরা সার বিক্রেতাদের বাদ না দিয়ে নতুন নীতিমালা সংশোধন করে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তারা দ্রুত সময়ের মধ্যে নীতিমালা সংশোধনের দাবি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সকল উপস্থিত সার বিক্রেতাদের সম্মতিতে আছাদুজ্জামান খানকে সভাপতি ও মোঃ সোহেল আজমকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।