Image description

নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কৃষকের এক একর জমির ধান কেটে দিয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে লালপুর উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রামের বিল এলাকায় এ ধান কাটা কার্যক্রমের সূচনা হয়। এতে যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

ধান কাটার উদ্বোধন শেষে পুতুল বলেন, এ বছর আল্লাহর রহমতে ধানের বাম্পার ফলন হয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুই দিনব্যাপী কর্মসূচি নিয়েছি। যতটুকু পারি কৃষকদের ধান কেটে সাহায্য করছি। এটি প্রতীকী উদ্যোগ নয়; কৃষকের সঙ্গে একাত্মতার অংশ হিসেবেই মাঠে নেমেছি।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনুর রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।