Image description

মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাকিব মোল্লা (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু রবিন মোল্লা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

রোববার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কালকিনি-সাহেবরামপুর সড়কের শিকারমঙ্গল নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব মোল্লা উপজেলার উত্তর রমজানপুর গ্রামের সাহাবুদ্দিন মোল্লার ছেলে এবং রমজানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। আহত রবিন একই গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রাকিব তার বন্ধু রবিনকে নিয়ে মোটরসাইকেলে করে কালকিনি বাজারের দিকে যাচ্ছিলেন। শিকারমঙ্গল এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘সার্বিক পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলকে জোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান দুজন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত রবিনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত রাকিবের চাচা আলাউল মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সড়কটি সরু হওয়া সত্ত্বেও বেপরোয়া গতিতে বাস চলাচল করে। বারবার বলার পরও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। এই সড়কে বাস চলাচল বন্ধ না করলে আরও প্রাণহানি ঘটবে।”

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী জানায়, কালকিনি-সাহেবরামপুর সড়কটি অত্যন্ত সরু হওয়ায় এখানে বাস চলাচলের কোনো সুযোগ নেই। তারপরও লাইনম্যান ও চালকদের যোগসাজশে প্রতিদিন ঝুঁকি নিয়ে বাস চলছে, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হচ্ছে।