ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে “বরিশাল অর্থ ভোলা বাসি” এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সরকারি বিএম কলেজের শিক্ষার্থী কামরুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, সরকারি বিএম কলেজের শিক্ষার্থী সালাম বাবর, শিক্ষার্থী শরিফ, সিটিজেন ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, ভোলা-বরিশাল সেতু নির্মিত হলে যোগাযোগব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হবে, খুলে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার। এ দাবিতে তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।




Comments