গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ‘শ্রমিক অসন্তোষের’ জেরে হানিওয়েল গার্মেন্টস লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। এর প্রতিবাদে তারা মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
কর্তৃপক্ষের বক্তব্য:কারখানাটির সহকারী মহাব্যবস্থাপক (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, সোমবার শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবি তুলে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়, যা কারখানায় চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। এতে রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ করা হলেও তারা তা মানেননি। এমতাবস্থায় শ্রমিক ও কর্মকর্তাদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
শ্রমিকদের প্রতিক্রিয়া ও পুলিশি পদক্ষেপ: মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা ফটকে তালা ও নোটিশ ঝুলতে দেখেন। এতে উত্তেজিত হয়ে তারা রাস্তায় নেমে আসেন এবং সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ।
গাজীপুর শিল্প পুলিশ-২ (কোনাবাড়ী জোন)-এর পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। অনুকূল পরিবেশ তৈরি হলে কারখানা খোলার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।




Comments