Image description

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চঘাটে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া বদ্দারহাট লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—রামগতি আ স ম রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম নয়ন, তার সহযোগী আহাদ ও ইকবাল হোসেন। নয়ন চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে।

রামগতি উপজেলা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম জানান, লঞ্চঘাটে চাঁদাবাজির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় চাঁদা আদায়ের রসিদ বইসহ নয়ন ও তার দুই সহযোগীকে হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা লঞ্চঘাটের ইজারার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
পরবর্তীতে আটককৃতদের রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, চাঁদাবাজির অভিযোগে তাদের আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। মামলা নথিভুক্ত হলে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং বিস্তারিত জেনে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।