Image description

অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর ইজারা কিংবা স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের মতো কৌশলগত ও দীর্ঘমেয়াদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “যে সরকারকে জনগণ নির্বাচিত করেনি, সেই সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না।”

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি চট্টগ্রাম বন্দরের লালদিয়া ও ঢাকার পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে দেওয়া এবং ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের সরকারি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন।

তারেক রহমান বলেন, ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের সময়সূচি এগিয়ে নেওয়া একটি রাজনৈতিক সিদ্ধান্ত। অথচ এই সিদ্ধান্ত নিচ্ছে এমন একটি সরকার, যাদের কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই। তিনি বলেন, “উত্তরণে ‘যোগ্য’ হওয়া আর ‘প্রস্তুত’ হওয়া এক জিনিস নয়।” তিনি উদাহরণ হিসেবে অ্যাঙ্গোলা ও সামোয়ার কথা উল্লেখ করেন, যারা সময়সীমা পরিবর্তন করেছে। তার মতে, তাড়াহুড়ো করে নেওয়া এই সিদ্ধান্তের ফলে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বিশেষ করে পোশাক খাত বড় ধরনের সংকটে পড়তে পারে।

চট্টগ্রাম ও পানগাঁও বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াকে ‘রুটিন ওয়ার্ক’ নয়, বরং কৌশলগত সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন তিনি। তারেক রহমান বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে ঋণের জালে বা চুক্তিতে আবদ্ধ করার মতো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল নির্বাচিত সরকারেরই থাকে, যাদের জনগণের কাছে জবাবদিহি আছে।”

স্ট্যাটাসের শেষাংশে তিনি আগামী নির্বাচনের দিকে ইঙ্গিত করে বলেন, “আমাদের অনেকেই ২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছি। এটি দেশের মানুষের কথা বলার ও নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়ার সুযোগ।”