আবারও খেলাপিরা ঋণ পুনঃতফসিলের বিশেষ সুবিধা পাচ্ছেন। নভেম্বর পর্যন্ত যারা খেলাপি হবেন, তারাও ২ শতাংশ ডাউন পেমেন্টে এ সুবিধা পাবেন। খেলাপি ব্যবসায়ীদের ফের সুবিধা দিতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, এমন সুবিধা দিলে ব্যাংক খাতে শৃঙ্খলা ও আস্থার সংকট বাড়বে।
বছরের পর বছর ধরে ব্যাংক খাতকে পঙ্গু করছে খেলাপি ঋণ। গত আওয়ামী লীগ সরকারের আমলে নামে-বেনামে ঋণ, রাজনৈতিক সুবিধা ও ব্যাংক লুটপাট প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। কঠোর নীতিমালা থাকলেও বাস্তবে খেলাপিদের দৌরাত্ম্য ঠেকাতে ব্যর্থ ছিল কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক আবারও খেলাপিদের জন্য বড় ছাড় দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ১০ বছরের জন্য ঋণ পুনর্গঠন করতে পারবেন খেলাপি ব্যবসায়ীরা। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত খেলাপি হওয়া ঋণ পুনঃতফসিলের আওতায় আনার সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, “সুবিধাটা যাতে পুরোপুরি নেওয়া যায়, সে জন্য আগে যে সময়সীমা ৩০ জুন ছিল, তা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রক্রিয়া করতে অতিরিক্ত সময় লাগায় বিবেচনা করে এ সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।”
বিশ্লেষকরা বলছেন, ঋণ খেলাপিদের বারবার এমন সুবিধা দিলে ব্যাংক খাতের প্রতি সাধারণ আমানতকারীদের আস্থা কমবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন এক্সিট সুবিধার আওতায় থাকা ঋণগ্রহীতারা নতুন করে কোনো ঋণ পাবেন না। তবে তারা ঋণপত্র খোলার মতো নন-ফান্ডেড সুবিধা পাবেন।




Comments