Image description

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদ্রাসাপড়ুয়া নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা শামীম বেপারীকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা থেকে র‍্যাব ১০ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত ৭ নভেম্বর সন্ধ্যায় উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

অভিযুক্ত শামীম বেপারী(৩৩) চর চাঁদপুর গ্রামের শাহজাহান বেপারীর ছেলে। ভুক্তভোগী কিশোরী স্থানীয় আল-ইহসান ইসলামিয়া মহিলা মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী।

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা শাহনাজ আক্তার সিজারিয়ান অপারেশনের কারণে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। মামার বাড়ি থেকে ওই দিন বিকেল ৫টার দিকে শামীম বেপারী মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে রিকশায় করে বের হন। তবে মেয়েকে মাদ্রাসায় না নিয়ে তিনি পাশের গ্রামের আফসার কাজীর বাগান সংলগ্ন একটি নির্জন জঙ্গলে নিয়ে যান। সেখানে মেয়েকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনা শেষে তিনি মেয়েকে মাদ্রাসায় রেখে দ্রুত পালিয়ে যান।

ঘটনার ভয়াবহতা সম্পর্কে কিশোরীর খালা শাবানা আক্তার বলেন, ঘটনার পর মাদ্রাসায় থাকাকালীন আমার ভাগ্নি আমাকে ফোন করে। সে প্রচণ্ড কান্না করতে করতে আমাকে পুরো ঘটনা জানায়। বিষয়টি শোনার পরপরই আমরা দ্রুত মাদ্রাসায় গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, ওই ঘটনায় গত ৮ নভেম্বর কিশোরীর মামা ছাত্তার খান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় শামীমকে গতকাল (মঙ্গলবার) রাতে মুন্সীগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ (২৬ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।