হাসিনাকে ফেরাতে লেখা চিঠির জবাব মেলেনি, দ্রুত আশাও করি না: পররাষ্ট্র উপদেষ্টা
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ সরকার। তবে সেই চিঠির কোনো উত্তর এখনো দিল্লি থেকে আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি মনে করেন, ভারত এই চিঠির জবাব খুব দ্রুত দেবে না।
বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে যে চিঠি দেওয়া হয়েছে, তার জবাব কবে আসবে তা নিশ্চিত নয়। আগের চিঠিরই উত্তর এখনো পাইনি। কাজেই এক সপ্তাহ বা খুব অল্প সময়ের মধ্যে তারা উত্তর দিয়ে দেবে—এমনটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা রাখি যে, কোনো একসময় এর উত্তর পাওয়া যাবে।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে সরকারের ওপর কোনো চাপ নেই। এছাড়া নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাবে কি না, তা একান্তই নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয় বলে উল্লেখ করেন তিনি।
এ সময় ফ্রান্স থেকে এয়ারবাস কেনা না-কেনার প্রসঙ্গও উঠে আসে। উপদেষ্টা মন্তব্য করেন, এয়ারবাস না কেনার সিদ্ধান্তে ইউরোপের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।




Comments