Image description

ঘরের মাঠে নিউজিল্যান্ডের পর এবার দক্ষিণ আফ্রিকার কাছেও হোয়াইটওয়াশ হলো ভারত। কলকাতা ও গুয়াহাটি টেস্ট জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা। গুয়াহাটি টেস্টে ৪০8 রানের বিশাল ব্যবধানে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলে বড়সড় ধাক্কা খেয়েছে ভারত। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের নিচে নেমে গেছে রোহিত শর্মার দল।

টানা ব্যর্থতায় ভারতের বর্তমান পয়েন্ট শতাংশ (পিসিটি) কমে দাঁড়িয়েছে ৪৮.১৫-এ, যা তাদের নামিয়ে দিয়েছে টেবিলের ৫ নম্বর স্থানে। অন্যদিকে, ৫০.০০ পয়েন্ট শতাংশ নিয়ে ভারতের ওপরে অবস্থান করছে পাকিস্তান।

টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ২০২৫-২৭ চক্রের চার ম্যাচের সবকটিতে জিতে তাদের পয়েন্ট শতাংশ ১০০.০০। ৪ ম্যাচের তিনটিতে জিতে ৭৫.০০ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে শ্রীলংকা আছে তিন নম্বরে।

তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে এক হার ও এক ড্রয়ে টাইগারদের পয়েন্ট শতাংশ ১৬.৬৭। ভারত ও বাংলাদেশের মাঝের স্থানটি (ষষ্ঠ) ইংল্যান্ডের দখলে।

গৌতম গম্ভীরের কোচিংয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতের। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ৭ মাসে মোট ৫টি টেস্ট হারল তারা। ভারতের ক্রিকেট ইতিহাসে গত ৬৬ বছরে এমন ঘটনা বিরল। এই টানা হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ ভারতের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।