Image description

জনসংখ্যার বিচারে জাপানের টোকিওকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। বুধবার সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জাতিসংঘের নতুন তথ্যের বরাতে এ খবর জানানো হয়েছে।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, একসময় বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হিসেবে পরিচিত টোকিও এখন তৃতীয় অবস্থানে নেমে গেছে।

প্রথম: জাকার্তা (জনসংখ্যা ৪ কোটি ১৯ লাখ)।

দ্বিতীয়: ঢাকা (জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ)।

তৃতীয়: টোকিও (জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ)।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যে হারে জনসংখ্যা বাড়ছে, সেই ধারা অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর।

বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়া মহাদেশে অবস্থিত। শীর্ষ ১০টি শহরের মধ্যে ৯টিই এশিয়ার। জাকার্তা, ঢাকা ও 
টোকিওর পর শীর্ষ দশে থাকা অন্য শহরগুলো হলো:

৪. নয়া দিল্লি, ভারত (৩ কোটি ২ লাখ)
৫. সাংহাই, চীন (২ কোটি ৯৬ লাখ)
৬. গুয়াংজু, চীন (২ কোটি ৭৬ লাখ)
৭. ম্যানিলা, ফিলিপাইন (২ কোটি ৪৭ লাখ)
৮. কলকাতা, ভারত (২ কোটি ২৫ লাখ)
৯. সিউল, দক্ষিণ কোরিয়া (২ কোটি ২৫ লাখ)
১০. কায়রো, মিশর (৩ কোটি ২০ লাখ) — শীর্ষ দশে থাকা এশিয়ার বাইরের একমাত্র শহর।

এছাড়া দুই আমেরিকা মহাদেশের মধ্যে বৃহত্তম শহর হিসেবে ব্রাজিলের সাউ পাওলো (১ কোটি ৮৯ লাখ) এবং আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণাংশে সবচেয়ে বড় শহর হিসেবে নাইজেরিয়ার লাগোসের নাম উঠে এসেছে।