‘বাঞ্ছারামপুরে ধানের শীষ ছাড়া কিছুই চলবে না’
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিশাল জনসমাবেশে নেতা-কর্মীরা একসুরে দাবি তুলেছেন – ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আগামী নির্বাচনে বিএনপিকে অবশ্যই ‘ধানের শীষ’ প্রতীকে প্রার্থী দিতে হবে। জোট বা সমন্বয়ের নামে অন্য কোনো প্রতীক এখানে মানবে না জনগণ – এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় নেতারা।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের মাওলানা গঞ্জ বাজারে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত হাজারো নেতা-কর্মী স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরো এলাকা।
উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভিপি একে এম মুসার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি। তিনি বলেন,
“ধানের জমিতে ভুট্টা চাষ যেমন লাভজনক নয়, তেমনি বাঞ্ছারামপুরের মানুষ ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিবে না। গত ২৫ বছর ধরে আমরা এই মাটিতে লড়াই-সংগ্রাম করে শুধু ধানের শীষের কথাই বলে এসেছি। এখানে জনগণের একমাত্র আস্থার প্রতীক ধানের শীষ – অন্য কিছু নয়।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে হামলা-মামলা-নির্যাতন সহ্য করা এই এলাকার নেতা-কর্মীদের প্রত্যাশা একটাই – ধানের শীষ। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন করতে হলে এই আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতেই হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন – জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাইদ, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, জেলা সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, ভিপি নাজমুল হুদা, মো. গোলাম মোস্তফা, সালে মুসা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মজিব, বর্তমান আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, সদস্য সচিব জিসান সরকারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের শত শত নেতা-কর্মী।
বক্তারা একবাক্যে জানান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি বিএনপির ঐতিহ্যবাহী দুর্গ। আন্দোলন, ভোট ও প্রতিরোধ – সব ক্ষেত্রেই এই আসন দলের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত। তাই জোট রাজনীতি বা সমন্বিত আন্দোলনের নামে অন্য প্রতীকের প্রার্থী দেওয়া হলে তা জনগণ কিছুতেই মেনে নেবে না।
সমাবেশ শেষে নেতা-কর্মীরা তারেক রহমানের কাছে আবেদন জানিয়ে বলেন, “আমাদের একমাত্র দাবি – বাঞ্ছারামপুরে ধানের শীষ। এই দাবি মেনে নিলে আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয় নিশ্চিত।”




Comments