Image description

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ‘তৃতীয় জোট’ গঠনের সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার অনুষ্ঠিত দলটির নির্বাহী কাউন্সিলের দীর্ঘ বৈঠকে অভ্যন্তরীণ মতবিরোধের কারণে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

মূলত সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অনুসারীদের বিরোধিতায় জোট গঠনের প্রক্রিয়াটি আটকে গেছে বলে জানা গেছে।

বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে চার ঘণ্টা ধরে চলা ৫১ সদস্যের নির্বাহী কাউন্সিলের সভায় এনসিপি থেকে বেরিয়ে যাওয়া নেতাদের গড়া প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’-এর অন্তর্ভুক্তি নিয়ে তীব্র বিতর্ক হয়। দুই উপদেষ্টার অনুসারী সদস্যরা সাফ জানিয়ে দেন, সম্ভাব্য জোটে ‘আপ বাংলাদেশ’ থাকলে তারা সেই জোটে যাবেন না।

এনসিপি সূত্রে জানা গেছে, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও তার অনুসারীরা আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি ও গণঅধিকার পরিষদ নিয়ে একটি তৃতীয় নির্বাচনী জোট গঠনের পক্ষে। কিন্তু দলের অপর একটি অংশ—যারা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অনুসারী—তারা এই জোটের বিরোধিতা করছেন এবং বিএনপির নেতৃত্বাধীন জোটের সঙ্গে যাওয়ার পক্ষে মত দিচ্ছেন।

দলের একাংশের বিএনপির দিকে ঝুঁকে পড়ার ইঙ্গিতও স্পষ্ট হচ্ছে। সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারী হিসেবে পরিচিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন। এনসিপির ছাত্রসংগঠন, যার ওপর ওই দুই উপদেষ্টার প্রভাব রয়েছে, তারা এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।

জোট গঠন নিয়ে দলের অভ্যন্তরে এই নানামুখী দ্বন্দ্ব ও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারার কারণে এনসিপি নেতারা তাদের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করতে বাধ্য হয়েছেন। ফলে আগামী নির্বাচনে এনসিপি তৃতীয় শক্তির জোট গঠন করবে, নাকি বিএনপির জোটে ভিড়বে—তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।