আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন দুই জাতীয় পার্টির সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক জোট। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে পারে।
জানা গেছে, বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামি মূল্যবোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী সমমনা রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দুই জাতীয় পার্টি ছাড়া আর কোন কোন দল এই জোটে যুক্ত হচ্ছে, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা বিশ্লেষণ।
নতুন জোটের বিষয়টি নিশ্চিত করে জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জানান, একটি বৃহত্তর জোট গঠনের লক্ষ্যে কাজ চলছে। তবে প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
অন্যদিকে, দলটির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক জানান, সমমনা দলগুলোকে নিয়ে জোট গঠনের বিষয়ে দীর্ঘদিন ধরেই ঘরোয়া আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন এই রাজনৈতিক জোটের ঘোষণা দেওয়া সম্ভব হবে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির শরিকরা বর্তমানে অনেকটাই নিষ্ক্রিয়। আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ বা কৌশল কী হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এমন পরিস্থিতিতে দুই জাতীয় পার্টির এই নতুন জোট গঠনের উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।




Comments