বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অসঙ্গতি দেখা দিয়েছে। হলভিত্তিক এই তালিকায় থাকা ভুল ও ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র বিতরণসহ নির্বাচনের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন সহকারী নির্বাচন কমিশনার ড. মোহসীনা আহসান। এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামানসহ কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ড. মোহসীনা আহসান বলেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরুর কথা থাকলেও হলভিত্তিক তালিকা জটিলতায় তা পিছিয়ে ৩০ নভেম্বর শুরু হয়। কিন্তু রেজিস্ট্রার দপ্তর থেকে সরবরাহ করা ভোটার তালিকা ও হল সংযুক্তির নথিপত্রে গুরুতর অসঙ্গতি, ভুল তথ্য ও অসম্পূর্ণতা পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘কে কোন হলের শিক্ষার্থী, কার ছাত্রত্ব বাতিল হয়েছে—এসব নির্ভুল তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই নিশ্চিত করতে হবে। ভুল তালিকার ভিত্তিতে কার্যক্রম চালালে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। তাই ত্রুটিমুক্ত ও হালনাগাদ তালিকা না পাওয়া পর্যন্ত তফসিলের কার্যক্রম স্থগিত থাকবে।’
ভুল তথ্য সরবরাহের মাধ্যমে কেউ উদ্দেশ্যমূলকভাবে কমিশনকে হেয় করার চেষ্টা করেছে কি না, তা তদন্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছে কমিশন। একইসঙ্গে রেজিস্ট্রার দপ্তরকে জরুরি ভিত্তিতে নির্ভুল তালিকা সরবরাহের আহ্বান জানানো হয়েছে, যাতে দ্রুত নির্বাচন কার্যক্রম পুনরায় শুরু করা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ‘হলভিত্তিক ভোটার তালিকার অসঙ্গতির বিষয়ে রেজিস্ট্রার দপ্তর, একাডেমিক শাখা ও সংশ্লিষ্টদের (সিডিটি) ডেকে কথা বলব। প্রয়োজনে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। নির্বাচন কমিশনকে নির্ভুল তথ্য দিয়ে আমরা দ্রুত সমাধানের দিকে এগোব।’
এর আগে রোববার থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সোমবার শেষ হওয়ার কথা ছিল। এদিন সকালেও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা মনোনয়নপত্র তুলতে প্রশাসনিক ভবনে ভিড় করেন।




Comments