Image description

চুয়াডাঙ্গায় জেঁকে বসতে শুরু করেছে শীত। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ ভোরেও তাপমাত্রা একই ছিল। সকাল ৬টায় তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর রহমান বলেন, ‘আজ রেকর্ড করা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জেলায় এ মৌসুমের সর্বনিম্ন। আগামী কয়েক দিন রাত ও ভোরের তাপমাত্রা আরও কমতে পারে।’

এদিকে, তাপমাত্রা কমে যাওয়ায় এবং হিমেল বাতাস বইতে থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকাল ৯টার পর সূর্যের দেখা মিললেও রোদের তেজ ছিল না, ফলে শীতের প্রভাব কাটছে না। শীতের কারণে সকালের দিকে শহর ও গ্রামাঞ্চলে মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হননি। হঠাৎ শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে কৃষি শ্রমিক, রিকশা ও ভ্যানচালকরা।