কুমিল্লার হোমনায় সহকারী কমিশনারের (ভূমি) গাড়ির নিচে চাপা পড়ে ফাইজা নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে টিউলিপ ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাইজা এসকেএফ ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধি ফাইজুল হকের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার তেরদ্রন গ্রামে। বর্তমানে তারা হোমনা হাসপাতাল এলাকায় বসবাস করেন।
নিহতের বাবা ফাইজুল হক জানান, বুধবার সকালে তার স্ত্রী সাদিয়া ইসলাম ছেলে সাজিদ আয়ানকে নিয়ে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে টিউলিপ ইন্সটিটিউটে যান। এ সময় ছোট মেয়ে ফাইজাও তাদের সঙ্গে ছিল। মায়ের পাশে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ হোমনা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি জিপ গাড়িটি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে শিশুটি মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় গাড়িতে সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের ছিলেন না। গাড়িটি চালাচ্ছিলেন তার চালক আতাবুর রহমান তাবু। ঘটনার পরপরই চালক পালিয়ে যান।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মানবকন্ঠ কে বলেন, ‘এসিল্যান্ডের সরকারি গাড়িচাপায় শিশুটি মারা গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। ঘাতক চালক তাবু পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’




Comments