Image description

দেশের সবচেয়ে বড় মেগাপ্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছে সরকার। প্রকল্পের মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের ব্যয় ২৬ হাজার ১৮১ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এই সংশোধনী অনুমোদিত হলে প্রকল্পের মোট ব্যয় দাঁড়াবে ১ লাখ ৩৯ হাজার ২৭৪ কোটি টাকা, যা মূল অনুমোদিত ব্যয়ের চেয়ে প্রায় ২৩ শতাংশ বেশি।

মূলত ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তনের কারণেই এই বিশাল অঙ্কের ব্যয় বাড়ছে। ২০১৬ সালে মূল প্রকল্পে রাশিয়ার ১১.৩৮ বিলিয়ন ডলার ঋণের মান ধরা হয়েছিল ৯১ হাজার ৪০ কোটি টাকা। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা পর্যন্ত ধরে) তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭৯৯ কোটি টাকায়।

এদিকে, চলতি বছরের ডিসেম্বরে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরুর কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ডিসেম্বরে ফুয়েল লোডিং শুরু হতে পারে এবং আগামী মার্চে আংশিক উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পূর্ণাঙ্গ ১,২০০ মেগাওয়াট উৎপাদন শুরু হতে আরও প্রায় ১০ মাস সময় লাগতে পারে।