Image description

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নিখোঁজের এক দিন পর আট বছরের এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের শকরাদহ গ্রামে প্রতিবেশী ইলিয়াছ মিয়ার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুটি স্থানীয় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। চার ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট। তার মা জীবিকার তাগিদে দীর্ঘ দিন ধরে প্রবাসে রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (২ ডিসেম্বর) বিকেল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে রাতে এলাকায় মাইকিং করেন। বুধবার সকাল ৮টার দিকে প্রতিবেশী ইলিয়াছ মিয়ার পরিত্যক্ত ঘরের দরজা খোলা দেখে শিশুটির বাবার সন্দেহ হয়। তিনি ভেতরে উঁকি দিলে মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সুজন মিয়া বিষয়টি প্যানেল চেয়ারম্যান সজল চন্দ্র দাসকে জানান। পরে প্যানেল চেয়ারম্যান থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

হরিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সজল চন্দ্র দাস বলেন, ‘এত নৃশংস ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ একজনকে আটক করেছে বলে শুনেছি। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে জানতে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।