কুমিল্লার তিতাস উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি তিতাস নদীতে পড়ে গোসলরত অবস্থায় একই পরিবারের তিন নারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রাজাপুর-কড়িকান্দি সড়কের পাশে তিতাস নদীর ঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কড়িকান্দি এলাকার শুকুর আলীর স্ত্রী রিনা বেগম (৩৫), ফারুক হোসেনের স্ত্রী শামসুন নাহার (৩৫) ও ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই তিন নারী বাড়ির পাশে তিতাস নদীর ঘাটে গোসল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সড়ক দিয়ে যাওয়া একটি ট্রলি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নদীর ঘাটে উল্টে পড়ে। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই তিন নারীর মৃত্যু হয়।
খবর পেয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে তিতাস থানার ওসি খালিদ সাইফুল্লাহ বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক হৃদয় ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে একই পরিবারের তিনজনের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




Comments