Image description

কুমিল্লার মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস ভবনটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ এক যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ভবনটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন অযত্ন-অবহেলায় পড়ে থাকায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে ভবনটিতে। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, ছাদ ও বিমে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ভবনের ভেতরের পরিবেশ নোংরা ও স্যাঁতসেঁতে। এরই মধ্যে ভবনের অধিকাংশ দরজা ও জানালার গ্রিল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত এই ভবনটি এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সন্ধ্যা নামলেই এখানে বসে মাদকসেবীদের আড্ডা। এছাড়া দিনের বেলায়ও ভবনের জরাজীর্ণ অবস্থা শিক্ষার্থী ও পথচারীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভবনটির অবস্থান অত্যন্ত জনগুরুত্বপূর্ণ স্থানে। এর সঙ্গেই রয়েছে মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় এবং কেন্দ্রীয় শহীদ মিনার। বিদ্যালয়ের খেলার মাঠে খেলা দেখতে আসা অনেক দর্শক ঝুঁকিপূর্ণ এই ভবনের ছাদে উঠে বসেন, যা যেকোনো সময় প্রাণহানির কারণ হতে পারে। এছাড়া শিশুরা খেলতে খেলতে ভবনের ভেতরে ঢুকে পড়লে ভাঙা ইট বা গর্তে পড়ে আহত হওয়ার ঝুঁকিও রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, এত বড় একটি সরকারি প্রতিষ্ঠানের পাশে এমন ঝুঁকিপূর্ণ ভবন এক যুগ ধরে পড়ে থাকা দুঃখজনক। এটি দ্রুত অপসারণ বা সংস্কার না করলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়নাল হোসেন সরকার বলেন, ‘ভবনটি ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে যদি ব্যবহারযোগ্য মনে হয়, তবে সংস্কার করা হোক। অন্যথায় বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই এটি দ্রুত ভেঙে ফেলা প্রয়োজন।’

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বলেন, ‘স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে লিখিত আবেদন জানালে উপজেলা প্রশাসন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’