আলোচিত ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আলোচিত ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু মুসা সরকার হত্যা মামলার প্রধান আসামি সায়েম মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মিরপুরের আহমদ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সায়েম মিয়া বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ এলাকার মঙ্গল মিয়ার ছেলে। তিনি গত ২ ডিসেম্বর বাঞ্ছারামপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলার (মামলা নম্বর-০১) এজাহারনামীয় প্রধান আসামি।
পুলিশ জানায়, সায়েম মিয়া ঢাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালায়। মিরপুরের আহমদ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকেই সায়েম পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে এসআই মোহাম্মদ কামাল হোসেন ও এসআই ফারুক আহাম্মদসহ পুলিশের একটি দল ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’




Comments