Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহের যেকোনো দিন, অর্থাৎ ৭ ডিসেম্বরের পর এই তফশিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি আনোয়ারুল জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তফশিল ঘোষণা হবে। আর ২০২৬ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, পবিত্র রমজান মাসের আগেই একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

কমিশনার জানান, একসাথে দুটি ভোট আয়োজনের জন্য ইসি শতভাগ প্রস্তুত। ইতোমধ্যে ‘মক ভোটিং’ সম্পন্ন হয়েছে। যেহেতু একজন ভোটারকে দুটি ভিন্ন ব্যালটে ভোট দিতে হবে, তাই ভোটগ্রহণের সময়সীমা বৃদ্ধি এবং বুথের সংখ্যা বাড়ানোর বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। পরবর্তী কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্ট ও ইলেক্টোরাল ইনকোয়ারি টিম কাজ করবে। এবার নির্বাচনে নতুন সংযোজন হিসেবে থাকছে ‘বডি-ওর্ন ক্যামেরা’।

ইসি আনোয়ারুল হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে চাইলে বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তাদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।

অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করছে উল্লেখ করে তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কমিশন বদ্ধপরিকর। সারা বিশ্ব বাংলাদেশের এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং এটি একটি ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।