কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামে ওবায়দুর রহমানের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম পঁচাভিটা গ্রামের মোতালেব মন্ডলের ছেলে এবং স্থানীয় বিএনপি কর্মী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শী ও চায়ের দোকানি ওবায়দুর রহমান জানান, মাগরিবের নামাজের পর রফিকুল ইসলাম তার দোকানে এসে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে দুর্বৃত্তদের ধাওয়া করার চেষ্টা করলে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
এ সময় দুর্বৃত্তদের গুলিতে স্থানীয় আরও দুইজন আহত হন। তারা হলেন- ছিদ্দিকুর রহমানের ছেলে রবজেল ফরাজি ও হোসেন মোল্লার ছেলে ইউসুফ মোল্লা। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলাইমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রফিকুল ইসলামের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments