Image description

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না। একইসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ হত্যাযজ্ঞে জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিলেন, তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এ নির্বাচন কেউ বানচাল বা প্রতিহত করতে পারবে না।’

ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় মাগুরায় উৎসবমুখর পরিবেশে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সকালে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রেস সচিব।

মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার ৪টি উপজেলার বিভিন্ন কলেজের ৯টি ফুটবল দল অংশ নিচ্ছে।