Image description

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি দেশীয় তৈরি এলজি (আগ্নেয়াস্ত্র) ও তিন রাউন্ড কার্তুজসহ রাশেদ নুর ওরফে রাশু (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাশেদ ওই এলাকার রাজ্জাক নুর ওরফে রজ্জক নুরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম। 

তিনি জানান, অভিযানের সময় আসামির কাছ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।