মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় এবং সাব-রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা এই হামলা চালায়। এতে উভয় অফিসের কম্পিউটার, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে ভূমি কার্যালয়ের নিচতলার ৫ নম্বর কক্ষের পেছন দিক থেকে জানালা খুলে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ভূমি কমিশনারের ভবনের নিচতলায় একটি রুমে থাকা জমি-জমার নথিপত্র, কম্পিউটার, প্রিন্টার, টেবিল, চেয়ার ও আসবাবপত্র পুড়ে গেছে।
অপরদিকে প্রায় একই সময়ে সদর সাবরেজিস্ট্রি অফিসের প্রাঙ্গণ দলিল লেখকদের তিনটি রুমে পেট্রোল বোমা হামলা চালায়। সেখানে সদর সাবরেজিস্ট্রারের এজলাসের পেছনের কিছু অংশে আগুন লাগে। এজলাসে তেমন কোনো ক্ষতি না হলেও আগুনে তিন দলিল লেখকের দলিল, টিকিট ও রশিদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। সেখান থেকে এক বোতল পেট্রোলসহ বেশ কয়েকটি খালি বোতল পেয়েছে পুলিশ।
মাগুরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা জানান, মাগুরা সদরের সহকারী ভূমি অফিসের কার্যালয় ও সাবরেজিস্ট্রার অফিসে রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা পেট্রোল বোমা নিক্ষেপের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে দুটি প্রতিষ্ঠানে জমি-জমা সংক্রান্ত দলিল ও প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে কম্পিউটার পদ্ধতি বৈদ্যুতিক লাইনও বিচ্ছিন্ন হয়ে গেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সহকারীর (ভূমি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখান থেকে পেট্রোল বোমা নিক্ষেপের বোতল জব্দ করা হয়েছে। জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোসা. আসমা আক্তার বলেন, রাত ৩টার দিকে দুষ্কৃতকারীরা ভবনের পেছন দিয়ে জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের নিচে নিচতলার একটি রুম অগ্নিকাণ্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখানে থাকা কম্পিউটার আসবাবপত্র ও জমির প্রয়োজনীয় নথিপত্র পড়ে নষ্ট হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।




Comments