Image description

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে পৈতৃক জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য সৈয়দ আ. মালেককে (৭১) কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে নারীসহ আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মুন্ডপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আ. মালেক তার পৈতৃক সম্পত্তিতে বেড়া দিতে যান। এ সময় প্রতিপক্ষ সৈয়দ আবুল কালাম মন্টুর (৫০) নেতৃত্বে মিলি বেগম (৪৫), বকুলি বেগম (৪২), সৈয়দ হিমেল (২০), সৈয়দ হালিমসহ (৫৫) ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় মুক্তিযোদ্ধা মালেক গুরুতর জখম হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাইয়ের স্ত্রী তাহমিনা আক্তার (৪৫) ও ভাইয়ের ছেলে সৈয়দ রনিকেও (১৮) কুপিয়ে ও পিটিয়ে জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সৈয়দ আবুল কালাম মন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।