বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর জায়দারপাড়া গ্রামে আজিজুর রহমান বিদ্যুতের নিজ বাসভবনে যান তিনি। এ সময় তিনি অসুস্থ নেতার চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে সেখানে শাজাহানপুর উপজেলা জামায়াত ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুই দলের নেতাদের এই আন্তরিক সাক্ষাৎ ও মতবিনিময় এলাকায় পারস্পরিক সৌহার্দ্য এবং রাজনৈতিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং আজিজুর রহমান বিদ্যুতের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় গোলাম রব্বানী বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও মানবিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকা জরুরি। একে অপরের সুখে-দুঃখে পাশে থাকাই রাজনৈতিক শিষ্টাচার।




Comments