ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই মাঠপাড়া গ্রামে বিদেশ থেকে পাঠানো টাকার হিসেব নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রোববার (৭ ডিসেম্বর) বিকেলে বড় ভাই সোহেল রানা (৪১)-কে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন প্রবাস ফেরত ছোট ভাই জুয়েল রানা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহেলের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল রানা দীর্ঘদিন সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটিয়েছেন। দেশে ফিরে তিনি বড় ভাই সোহেল রানার কাছে বিদেশ থেকে পাঠানো টাকার হিসেব চান। কিন্তু সোহেল রানা হিসেব দিতে পারেননি এবং এ নিয়ে প্রায়ই ছোট ভাইকে মারধর করতেন। এই দ্বন্দ্ব দিন দিন তীব্র থেকে তীব্রতর হয়।
স্থানীয় বাসিন্দা নুরুল মালিথা জানান, “টাকার হিসেব না দেওয়ায় বড় ভাই প্রায়ই ছোট ভাইকে মারধরের জন্য বাড়িতে গোলমাল করতেন।”
গান্না ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার বিপুল হোসেন জানান, রোববার বিকেলে ফের তুমুল ঝগড়া বাধে দুই ভাইয়ের মধ্যে। একপর্যায়ে সোহেল রানা ছোট ভাই জুয়েলের দিকে শাবল ও কুড়াল ছুড়ে মারেন। এরপর রান্নাঘর থেকে বটি এনে জুয়েলকে কোপাতে যান। এ সময় জুয়েল বটিটি ছিনিয়ে নিয়ে বড় ভাই সোহেল রানার ঘাড়ে একটি শক্তিশালী কোপ মারেন। ঘাড়ে গভীর কোপ লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহেল রানার।
ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) শামসুজ্জোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বিদেশের টাকার হিসেব নিয়ে দুই ভাইয়ের মধ্যে পুরোনো বিরোধ ছিল। রোববার বিকেলে সেই বিরোধ চরম আকার ধারণ করলে ছোট ভাই বটি দিয়ে বড় ভাইকে কোপ দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যাকারী জুয়েল রানাকে গ্রেপ্তারে অভিযান চলছে।”
নিহত সোহেল রানা ওই গ্রামের সফিউদ্দিনের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।




Comments