মোবাইল ফোন আনা ও দেশে থাকা নিয়ে প্রবাসীদের বিভ্রান্তি দূর করলেন আসিফ নজরুল
প্রবাসী কর্মীদের মোবাইল ফোন আনা এবং দেশে অবস্থান নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব ও বিভ্রান্তি দূর করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান সরকার প্রবাসীদের ওপর কোনো বাড়তি নিয়ম চাপায়নি, বরং মোবাইল ফোন আনার ক্ষেত্রে আগের চেয়ে সুবিধা বৃদ্ধি করেছে।
সোমবার (৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় উপদেষ্টা এসব বিষয় পরিষ্কার করেন।
মোবাইল ফোন আনা নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে আসিফ নজরুল জানান, শেখ হাসিনা সরকারের আমলে একজন প্রবাসী তার ব্যবহৃত ফোনের সঙ্গে কেবল একটি নতুন ফোন আনতে পারতেন। কিন্তু বর্তমান সরকার সেই সুবিধা বাড়িয়ে মোট তিনটি ফোন শুল্কমুক্ত আনার অনুমতি দিয়েছে। এর মধ্যে নিজের ব্যবহৃত একটি পুরনো ফোনের পাশাপাশি দুটি নতুন ফোন আনা যাবে।
তিনি উল্লেখ করেন, দুটির বেশি নতুন ফোন আনলে কেবল অতিরিক্ত সেটের জন্যই নির্ধারিত শুল্ক দিতে হবে। তবে এই বিশেষ সুবিধাটি শুধুমাত্র বিএমইটি (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়) থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসী কর্মীরা পাবেন। সাধারণ যাত্রীদের জন্য আগের নিয়মই বহাল থাকবে।
মোবাইল ফোন রেজিস্ট্রেশন নিয়ে ছড়িয়ে পড়া ভীতি সম্পর্কে উপদেষ্টা বলেন, প্রবাসীদের জন্য আলাদা কোনো কঠোর রেজিস্ট্রেশন আইন করা হয়নি। আগামী ১৬ ডিসেম্বর থেকে সারাদেশে কার্যকর হতে যাওয়া নিয়ম অনুযায়ী, দেশের যেকোনো নাগরিক নতুন মোবাইল ফোন ব্যবহার শুরু করলে তাকে ৬০ দিনের মধ্যে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে হবে।
তিনি ব্যাখ্যা করেন, মূলত অবৈধ মোবাইল সেট ব্যবহার করে অপহরণ, চাঁদাবাজি ও হুমকির মতো অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসুরক্ষা নিশ্চিত করতেই এই নিয়ম চালু করা হয়েছে; কাউকে হয়রানি করার জন্য নয়।
কিছু অসাধু মহল প্রচার করছে যে, ‘প্রবাসীরা দেশে মাত্র ৬০ দিন থাকতে পারবেন’—এটিকে ডাহা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে উড়িয়ে দিয়েছেন আসিফ নজরুল। তিনি বলেন, এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই।
পরিশেষে, উপদেষ্টা প্রবাসীদের এসব গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, মিথ্যা তথ্য ছড়ানো বা পরনিন্দা করা ধর্মীয় দৃষ্টিতে গুরুতর পাপ। সবাইকে এ ধরনের মিথ্যাচার প্রতিরোধে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।




Comments