Image description

অবশেষে বাজতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা। আগামী বুধবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এ লক্ষ্যে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড করার প্রস্তুতি নিতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার নির্বাচন কমিশনের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ইসি সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে বিটিভি ও বেতারকে ডাকা হয়েছে। বাংলাদেশে সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণার রেওয়াজ হলো—যেদিন সিইসির ভাষণ রেকর্ড করা হয়, সেদিনই বেতার ও টেলিভিশনে তা সম্প্রচার করা হয় এবং এর মাধ্যমেই নির্বাচনের দিনক্ষণ বা তফসিল জাতির সামনে তুলে ধরা হয়। কমিশন বুধবারই তফসিল ঘোষণার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের সাক্ষাতের বিষয়টিও চূড়ান্ত হয়েছে। আগামী বুধবার দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

সাধারণত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরপরই সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেন এবং নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ফলে বুধবারই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে বলে জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে।