লালপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটী ইউনিয়নে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অর্জুনপুর-বরমহাটী ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৩৫ জন প্রান্তিক চাষিকে বিনামূল্যে স্প্রে মেশিন এবং ইউনিয়নের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্জুনপুর-বরমহাটী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা জহুরুল হক। এছাড়া ইউনিয়ন পরিষদের সকল সাধারণ ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




Comments