পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নবাগত জেলা প্রশাসক মো. আবু সাঈদের সঙ্গে সর্বস্তরের সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, নাজিরপুর শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বালি, প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ, সাধারণ সম্পাদক এস এম সিপার, নাজিরপুর বন্দর কল্যাণ সমিতির সভাপতি খান মো. আল আমিন ও শ্রীরামকাঠী বন্দর কমিটির সাধারণ সম্পাদক এস এম মাজেদুল কবির রাসেল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাতুন্নেছা এশা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মুক্তাদির রাব্বি, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল হালিম তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এর আগে নবাগত জেলা প্রশাসক পাবলিক লাইব্রেরি ও মুক্তিযোদ্ধা জাদুঘরের শিশু কর্নার, সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন এবং ত্রাণ গুদামের উদ্বোধন করেন। এছাড়া তিনি দুস্থদের মাঝে শুকনো খাবার এবং পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। পাশাপাশি নাজিরপুর থানা, মাটিভাঙা ভূমি অফিস এবং উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপজেলার সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিদ্যমান সমস্যা সমাধানে এবং উপজেলার উন্নয়নে তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। সবশেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন




Comments