ধনবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে শিশুখাদ্য, প্রশাসনের নজরদারির অভাব
টাঙ্গাইলের ধনবাড়ীতে কোনো ধরনের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে শিশুখাদ্যসহ বিভিন্ন বেকারি পণ্য। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গত দুই বছর ধরে চলা এই অবৈধ বাণিজ্যের কারণে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন সাধারণ ভোক্তারা।
সরেজমিনে দেখা যায়, ধনবাড়ী পৌরসভার পুরাতন থানা সংলগ্ন নিজবর্নি এলাকায় লালু ফকিরের বাসা ভাড়া নিয়ে ‘সুইট বেকারি’ নামে একটি কারখানা গড়ে তুলেছেন ফেরদৌস নামের এক ব্যক্তি। সেখানে বিএসটিআই-এর অনুমোদন কিংবা পরিবেশ ছাড়পত্র ছাড়াই অত্যন্ত নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে বিস্কুট, চানাচুরসহ নানা শিশুখাদ্য।
স্থানীয় বাসিন্দা বাদল হোসেন, দোকানি রফিকুল ইসলাম, হানিফ উদ্দিন, জয়নাল আবেদীন ও শামছুল হক অভিযোগ করে জানান, আবাসিক এলাকায় এমন অস্বাস্থ্যকর খাবার তৈরি ও বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। এসব ভেজাল খাবার খেয়ে শিশু থেকে বৃদ্ধ সবাই স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ কারখানা বন্ধের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কারখানার মালিক ফেরদৌস দাবি করেন, ‘কারখানার পরিবেশ মোটামুটি ভালোই রয়েছে।’ তবে সরকারি অনুমোদনের কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি এবং এ নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব আলী আল শাফি ইমু বলেন, ‘শুধু শিশুখাদ্য নয়, সব ধরনের খাবারই স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হওয়া উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এসব বিষয় কঠোরভাবে তদারকি করা এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় অনিয়মকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
জানতে চাইলে ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সায়েম ইমরান বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি খোঁজ নিয়ে দেখব, তাদের লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা গুরুতর অপরাধ। বিষয়টি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’




Comments