নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ইউএনও আসিফ আল জিনাত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। তিনি প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্যের কথা উল্লেখ করে উপজেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা প্রশাসনের নজরে আনেন। এর মধ্যে শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ দূষণ, অবৈধভাবে কৃষি ও জলাশয় ভরাট, মাদকের বিস্তার, অবৈধ চুনা ও ঢালাই কারখানার দৌরাত্ম্য এবং অবৈধ গ্যাস সংযোগের বিষয়গুলো গুরুত্ব পায়। সাংবাদিকরা এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।
সভায় সোনারগাঁ প্রেস ক্লাব, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব, থানা প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব এবং সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




Comments