নাসিরনগরে পাঁচ ফার্মেসিকে ভ্রাম্যমান আদালতের ২৮ হাজার টাকা জরিমানা
ওষুধের অনিয়ম প্রতিরোধ ও জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে উপজেলার সদরের কলেজ মোড় ও হাসপাতাল মোড় এলাকার পাঁচ ফার্মেসির মালিককে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ। অভিযানকে সহযোগিতা করেন নাসিরনগর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
অভিযানকালে ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির দায়ে যোগেন্দ্র ফার্মেসী, মুক্তি ফার্মেসী, নুর ফার্মেসীসহ আরও দুইটি ফার্মেসিকে ওষুধ ও কসমেটিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে জানানো হয়, নকল ও ভেজাল ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং অননুমোদিত ওষুধ মজুদ ও বিক্রি বন্ধে জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




Comments