Image description

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতা বন্ধে শিগগিরই বিশেষ অভিযান বা ‘কম্বিং অপারেশন’ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা রায়পুরা উপজেলাকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ‘সবচেয়ে বড় সমস্যা’ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, ‘এখানে সন্ত্রাসীদের আনাগোনা ও আড্ডা অনেক বেশি। পাশাপাশি অবৈধ অস্ত্রের ঝনঝনানিও রয়েছে। তাই যত দ্রুত সম্ভব এখানে কম্বিং অপারেশন বা চিরুনি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইনে পৌঁছে একটি বৃক্ষরোপণ করেন। এরপর তিনি পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, রান্নাঘর ও পুলিশ সদস্যদের খাবারের মান, খেলার মাঠ, পুকুর এবং প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে পুলিশ লাইনের সার্বিক ব্যবস্থাপনায় তিনি সন্তোষ প্রকাশ করেন।