হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজে ব্যবহারের জন্য আনা নিম্নমানের ইট ফেরত নিতে বাধ্য হয়েছেন ঠিকাদার আবুল কালাম। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকৌশলী রেজাউন্নবী।
পিইডিপি-৪ প্রকল্পের আওতায় বিদ্যালয় ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ ২০২২ সালে শুরু হলেও ঠিকাদারের গাফিলতি ও অবহেলার কারণে চার বছরেও কাজ শেষ হয়নি। কাজ বিলম্বিত হওয়া এবং দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকার পরও ঠিকাদার মোট বরাদ্দের প্রায় ৯০ শতাংশ টাকা তুলে নেওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে এলজিইডি ও প্রকৌশল অফিসের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্যও শোনা যায়।
সম্প্রতি দ্রুত কাজ শেষ করার নামে ঠিকাদার নিম্নমানের ইট এনে বিদ্যালয়ের পাশে স্তুপ করে রাখেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে উপজেলা প্রকৌশলী রেজাউন্নবী কঠোর নির্দেশ দিয়ে ওই ইট সরিয়ে নিতে বলেন। তার নির্দেশের পর গত সোমবার (৮ ডিসেম্বর) ঠিকাদার আবুল কালাম শ্রমিক পাঠিয়ে ট্রাকে করে ইটগুলো ফিরিয়ে নেন।
উপজেলা প্রকৌশলী রেজাউন্নবী বলেন, “কাজের মানের বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।”




Comments