মাধবপুরে কাভার্ড ভ্যান থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ–মাধবপুর থানাধীন অলিপুর ক্যাম্পের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে চেকপোস্টে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—সিলেট তামাবিল থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে অবৈধ মাদক পাচার করা হচ্ছে। পরে ঢাকা মেট্রো-ন-২৩-১৭৪৫ নম্বরের কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে কাভার্ড ভ্যান ও মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় ভ্যানচালক মো. ইউছুফ আলী (৪৫) কে আটক করে পুলিশ। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লডাইরচর গ্রামের আব্দুর রশিদ বেপারির ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউছুফ আলী জানান, সিলেট তামাবিল এলাকা থেকে গাঁজাগুলো সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ওসি আবু তাহের দেওয়ান।




Comments