ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে সিরাজগঞ্জের চারটি উপজেলায় মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার কাজীপুর, উল্লাপাড়া, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে এসব মিছিল বের করা হয়। মিছিলের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয় সূত্রে জানা গেছে, কাজীপুর সদর ও তেকানি ইউনিয়ন, বেলকুচির দৌলতপুর, উল্লাপাড়ার ঢাকা-পাবনা মহাসড়ক এবং শাহজাদপুরের একটি আঞ্চলিক সড়কে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব মিছিল করেন। প্রতিটি মিছিলে ১৫-২০ জন নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়। এ সময় তাদের হাতে জ্বলন্ত মশাল ছিল এবং অনেকের মুখ মাফলার দিয়ে ঢাকা ছিল। মিছিলে নেতাকর্মীরা ‘জয় বাংলা’র পাশাপাশি তফসিলকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে ‘মানি না, মানবো না’ সহ বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি আমার নজরে এসেছে। ভিডিওতে কাজীপুরের নাম উল্লেখ করে স্লোগান দেওয়া হলেও মিছিলটি ঠিক কোন এলাকায় হয়েছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।’
অন্যদিকে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, ‘মশাল মিছিলের বিষয়টি সকালে শুনেছি। তবে রাতে ঠিক কখন ও কোন স্থানে মিছিলটি করা হয়েছে, তা আমাদের জানা নেই।’
সার্বিক বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু বলেন, ‘রাতের আঁধারে মশাল মিছিলের বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিও দেখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’




Comments